রবি কর্মকর্তাদের সন্তান লালন-পালনে কর্মশালা

১২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫১  
কীভাবে সন্তানদের মধ্যে আত্মমর্যদা, আত্মবিশ্বাস ও খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি এবং তাদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সন্তানের সার্বিক সাফল্য ও মঙ্গল নিশ্চিত করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিলো রবি। রবি কর্পোরেট অফিসে আয়োজিত এই কর্মশালায় রবি’র কর্মকর্তারা তাদের স্বামী/স্ত্রী নিয়ে উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন শিশু বিকাশ বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। কর্মশালায় সন্তানের সামগ্রিক বিকাশের লক্ষ্যে সন্তানের সাথে বাবা-মা যেন আন্তরিক সময় কাটান এ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। কর্মশালায় মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে বলে সন্তানদের যেন বেশিক্ষণ ডিজিটাল গ্যাজেট ব্যবহার করতে না দেয়া হয় এ ব্যাপারে সতর্ক করা হয়। পাশাপাশি সন্তানরা অন্য কী কী উদ্ভাবনী ও আনন্দদায়ক কাজের মাধ্যমে সময় কাটাতে এবং বাবা-মায়ের সাথে কীভাবে আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে পারে এ ব্যাপারে কয়েকটি মূল্যবান পরামর্শ দেয়া হয়।